Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দরগা পুকুর
স্থান
শিশি মাঝিয়াস্থল, ইউনিযন বড়তারা,ক্ষেতলাল,জয়পুর হাট।
কিভাবে যাওয়া যায়
বাস,ভ্যান রিক্সা ,সি,এন,জি, যোগে দরগা পুকুর স্থানটি তে যাতায়াত করা যায়।
বিস্তারিত

বৃহত্তর বগুড়ার জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ২নং বড়তারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভুক্ত শিশি /মাঝিয়াস্থল গ্রাম সংলগ্ন বগুড়া জয়পুর হাট সিএন বি রাস্তার উঃ পাদদেশে অবস্থিত বহুদর্শী আমলের খননকৃত পুকুর  যাহার নাম দরগা পুকুর।

 

প্রায় ৩০ বিঘা সম্পত্তির উপরে এই পুকুর টি অবস্থিত।অনুমান ১৮০০ ইং সালে তৎকালীন জমিদার মহোদয়গন ১। মুন্নুলাল ২।চুন্নুলাল ও হিরালাল জনসাধারনের জল সংরক্সনের জন্য অত্র পুকুরটি খনন করে। যাহাতে রবিশষ্যাদির পানি সেচ ও জনসাধারনের গোসল করার ব্যবস্থা করা হয়েছিল।পরবর্তিতে বিগত ১৯০৫ ইং সাল হইতে উক্ত পুকুরের উত্তর পার্শে বিশাল আকৃতির মাঠ নির্মানে মুসলমান সম্প্রদায় ঈদের নামাজ আদায় করিতেছেন।সর্বপরি মুসলিম শাষন আমলে উক্ত পুকুরের পশ্চিম পার্শে একজন অলিয়ে কামেল খোসবদন (রঃ)এর মাজার পুস্তুত করা হয়।তখন থেকে উক্ত খোসবদন মাজার দর্শনের জন্য দেশের বিভিন্ন স্থান আগত মুসলমান সম্প্রদায় মাদার জিয়ারতের জন্য আসেন। যে কারনে উক্ত স্থান টি দর্শণীয় স্থান হিসেবে চিহ্নিত হয়েছে।বর্দমানে পুকুরের চতুর পাশ দিয়ে ফলজ-বনজ ফুলের বাগানে অতীব মনোহর রুপ সৃষ্টি করেছে।