Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বড়তারা ইউনিয়ন পরিষদ

কালেরস্বাক্ষী বহনকারী ক্ষেতলাল উপজেলার অত্র একটি ঐতিহ্যবাহীঅঞ্চল হলো বড়তারা ইউনিয়ন। আমাদের বড়তারা  ইউনিয়ন পরিষদটির তিন ধার দিয়ে প্রবাহিত হারাবতি ও তুলসীগঙ্গা নদী। প্রতি বৎসর বন্যার ছোবলে কৃষককুল দিশেহারা । প্রায়শ সরকারী সাহায্যের মুখোমুখি হতে হয়। ছিন্নমূল কৃষককুলকে তবুও সকল দুঃখকে বুকে চেপে বসবাস করতে হয় । ছুটে আসেন উচ্চ পদস্থ কর্মকর্তা ।কাল পরিক্রমায় আজ ও বড়তারা  ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায়সমুজ্জ্বল।

ক) নাম – ২নং বড়তারা  ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৮,৬৯৬ একর  ( ১৩.৫৮ বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা -২৭,৪২৬ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৩৫ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১৯ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৬ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ভ্যান/অটরিক্সা/বেবীটেক্স/লছিমন।

জ) শিক্ষার হার – ৪৪.৭১%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- নাই ।     

    উচ্চ বিদ্যালয়ঃ ৪ টি,

    মাদ্রাসা- ৩ টি।

    কলেজ-নাই ।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – ‡gvt †evinvb DÏxb dwKi|

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই ।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ০৮/০৫/১৯৬৫ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – 10/11/2012ইং                            

                                    ২) প্রথম সভার তারিখ – ১5/11/2012ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – নির্বাচন হয়নি

ঢ) গ্রাম সমূহের নাম –

                      

১। বড়তারা   ২। খাঁড়িতা  ৩। খড়িকাটা ৪। পাঠানপাড়া ৫।কাঁচাকুল৬। হোপ  ৭।তাউসারা ৮। নউতিকা ৯। রোয়াইর  ১০। আমানিপাড়া ১১।নওপাড়া ১২।ভুতপাড়া ১৩। ছোটতারা    ১৪। উত্তরহাট শহর  । ১৫। বাঘাপাড়া১৬। তারাকুল১৭। ফকিরপাড়া১৮। নিশ্চিন্ত া ১৯। শিশি২০। মাঝিয়াস্থল২১। জামুহালী২২। সুতরাইল২৩। শালবন ২৪। শালুকডুবী ২৫। ঘোড়শাল   ২৫। বুড়াইল  ২৬। ফকির পাড়া ২৭। সামিরাল পাড়া   ২৮। উঃমহেশপুর   ২৯। ভোলার চরা   ৩০। সরকার পাড়া  ৩১। তিলাবদুল ৩২। কৃষ্ণনগর ৩৩। কেসুরতা ৩৪। বাঁশথুপি

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।

  1.  

 

 

বড়তারাইউননেমোগ্রামেরসংখ্যাটি

১।বড়তারা(Baratara) ২।ছোটতারা(Cototara) ৩।   হোপ(Hop)  ৪।পাঠানপাড়া(Pathanpara) ৫।খড়িকাটা(Khorikata) ৬।খারিতা(Kharita) ৭।কাঁচাকুল(Knachakul)  ৮।নওটিকা(Noutika)  ৯।আমানিপাড়া(Amanipara) ১০।রোয়াইর(Roair) ১১।ঘোড়শাল(Ghorshal) ১২।উঃহাটশহর(U.hatsahar) ১৩।বাঘাপাড়া(Baghapara) ১৪।তারাকুল(Tarakul) ১৫।নিশ্চিন্তা(Nishchinta) ১৬।শিশি(Sisi) ১৭।মাঝিয়াস্তল(Majhiastal) ১৮।জামুহালি(Jamuhali) ১৯।কৃষ্ণনগর(Krisnanagar) ২০।সুত্রাইল(Sutrail) ২১।বুড়াইল(Burail)২২।শালবন(Salbon) ২৩।উঃমহেশপুর(U.moheshpur) ২৪।শালুকডুবি(Salukdubi)  ২৫।ভোলারচরা    (Volarchora) ২৬।সামিরালপাড়া(Samiral para) ২৭।কৃষ্ণনগরমধ্যাপাড়া(Krisnanagar moddha para) ২৮।তিলাবদুল  (Tilabodul) ২৯।কৃষ্ণনগরফকিরপাড়া(Krisnanagar fokirpara) ৩০।ভুতপাড়া(Vutpara) ৩১।তাউসারা(Taushara) ৩২।নওপাড়া(Noupara) ৩৩। বাঁশ থুপি (Bnashthupi) ৩৪।ধাতালি পুর (Dhatalipur)