আগামী ০২/১১/২০১৪ খ্রিঃ তারিখ থেকে (পরীক্ষার সময়সূচী মোতাবেক) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর অধীনে ২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, ক্ষেতলাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ এবং ক্ষেতলাল খোশবদন জি,ইউ আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু আমার নিকট প্রতীয়মান হয় যে, পরীক্ষাসমূহে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চলাকালীন গোলযোগ কিংবা বিশৃংখলা সৃষ্টির আশঙ্কা রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। সেহেতু, আমি এ.টি.এম. আব্দুল্লাহেল বাকী, উপজেলা নির্বাহী অফিসার, ক্ষেতলাল, জয়পুরহাট ফৌজদারী কার্যবিধি’র ১৪৪ ধারার অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজ ব্যাসার্ধের মধ্যে পরীক্ষা শুরুর ১(এক) ঘন্টা পূর্ব হতে পরীক্ষা শেষ হবার ১ ঘন্টা পর পর্যন্ত সকল প্রকার মাইকিং, সমাবেশ, মিটিং বা কোন প্রকার আগ্নেয়াস্ত্র বহন, পরীক্ষার সাথে সংশ্লিষ্ঠ নয় এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করলাম। এ ছাড়া পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ১ (এক) কিলোমিটার এলাকার মধ্যে সকল প্রকার ফটোকপিয়ার মেশিন বন্ধ রাখার জন্য বলা হলো। এ আদেশ ভংগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। (স্বাক্ষরিত/-)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস