এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ক্ষেতলাল উপজেলাধীন নিম্নবর্ণিত হাট-বাজারগুলো ১৪২৭ বঙ্গাব্দের ১লা বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত ০১ (এক) বছরের জন্য সরকারি নীতিমালা অনুযায়ী সিডিউল বর্ণিত শর্তসাপেক্ষে ইজারা প্রদানের নিমিত্ত আগ্রহী দরদাতাগণের নিকট হতে সীলমোহরযুক্ত দরপত্র আহবান করা যাচ্ছে। সিডিউল ফর্ম নিম্নোক্ত ক্যালেন্ডার অনুযায়ী অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক, জয়পুরহাট এর কার্যালয়ের স্থানীয় সরকার শাখা, সহকারী কমিশনার (ভূমি), ক্ষেতলাল, ক্ষেতলাল থানা ও সোনালী ব্যাংক লিঃ, ক্ষেতলাল শাখা এবং উপজেলা নির্বাহী অফিসারেরর কার্যালয় হতে দরপত্র দাখিলের পূর্বদিন পর্যন্ত বর্ণিত নগদ মূল্যের (অফেরতযোগ্য) বিনিময়ে ক্রয় করা যাবে এবং নির্ধারিত তারিখ ও সময়ে একই স্থান সমূহে দাখিল করা যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস