গ্রাম আদালতে মার্চ মাসের নিষ্পত্তিকৃত মামলার রায়সমূহ
মামলা নং | শুনানী তারিখ | বিবরণ | রায়/সিদ্ধান্ত |
৩১/২০১৩- ০৯-১২-২০১৩ | ০৩-০৩-২০১৪ | বাদী-মোছাঃ মিনা বেগম, পিতা নজরুল ইসলাম, হোপ।
বিবাদী- মোঃ ফিরোজ হোসেন পিতা মোঃ আবুল হোসেন হোপ । খোরপোষ ও মহরানা সত্তাদী দাবী | বিবাদী পক্ষ আদালত অবমাননা করায় তিন সদস্য বিশিষ্ট গ্রাম আদালত বোর্ড গঠনে একতরফা ভাবে বাদীনির স্বপক্ষে ও বিবাদীর বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজ পত্রাদী পর্যালোচনায় বাদীনির দাবী সঠিক বলে বিবেচিত হওয়ায় খোরপোষ বাবদ ৫০০০/-(পাচঁ হাজার টাকা ) ও দেন মোহর বাবদ মোট ৬০,০০০(ষাট হাজার টাকা)মোট ৬৫,০০০/- টাকা যাহা গত ০৪-০৩-২০১৪ ইং তারিখে প্রকাশ্যে গ্রাম আদালতে ডিক্রি/ক্ষতিপূরণ মঞ্জুর অন্ত বাদীনি পক্ষকে প্রদত্ত রায় কার্যকরী করার জন্য উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS